অনলাইন ডেস্ক, নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের ২২ আরোহীর মাত্র একজনকে খুঁজে পাওয়া যায়নি। বিধ্বস্ত সেই প্লেনের ২১ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলের মুসতাং জেলার দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, আকারে ছোট প্লেনটি ২২ জন যাত্রী বহন করছিল।
নিখোঁজ আরেক যাত্রীকে খুঁজতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। এমনটাই জানিয়েছেন নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ।
বিধ্বস্ত প্লেনটিতে যাত্রীদের মধ্যে চারজন ভারতীয়, দুজন জার্মান ও ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। প্রতিকূল আবহাওয়া ও পর্বতভূমি হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়েছে।
প্লেন বিধ্বস্তের ঘটনা তদন্তে নেপাল সরকার একটি প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সকালের দিকে পর্যটন শহর পোখারা থেকে আরেক পর্যটন শহর ও তীর্থস্থান জমসনে যাচ্ছিল তারা এয়ারের ৯৯-এনএইটি প্লেনটি। তবে অবতরণের মাত্র পাঁচ মিনিট আগে প্লেনটি নিখোঁজ হয়। সূত্র : বিবিসি।