এলিসন সুঙ,মৌলভীবাজার : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ ফুটবলে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলা বালক ও বালিকা দল।
বৃহস্পতিবার(০২জুন) বিকেল বেলা মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুলাউড়া বালিকা দল ট্রাইবেকারে ৪-৩ গোলে মৌলভীবাজার সদর উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশূণ্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এর আগে সেমিফাইনালে তারা বড়লেখা উপজেলা ১-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জণ করেছিলো।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালকদের ফাইনাল খেলায় কুলাউড়া উপজেলা দল ট্রাইবেকারে মৌলভীবাজার সদর উজেলা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। সেমিফাইনালে কুলাউড়া উপজেলা দল ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলা দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জণ করেছিলো।
খেলা শেষে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অধিদপ্তরের সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিসবাউর রহমান ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ও পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ।