মোহন সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা) থেকেঃ সাদুল্যাপুরের ধাপেরহাটে গত ২৬ মে দিবাগত রাতে হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়ীতে ৩০-৩৫ জনের দল দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ঐ পরিবারগুলোর সদস্যদের শারীরিক নির্যাতন,ভাংচুর ও লুটপাট চালায়।ভুক্তভোগীদের একজন ৯৯৯ ফোন করে সাহায্য চাইলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরদিন ২৭ মে সারাদিন নানা নাটকীয়তা শেষে রাতে দুর্বল এজাহার মূলে সাদুল্যাপুর থানায় কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের হয়।এরপর থেকেই মামলা প্রত্যাহারের জন্য বাদীপক্ষকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল আসামীপক্ষের লোকজন।
পুলিশ একজনকে গ্রেফতার করলেও আজ এজাহারভুক্ত তিন আসামী আদালত থেকে জামিন পাওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে তারা জানান।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক,সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা,৬ নং ধাপেরহাট ইউপি চেয়ারম্যান,জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করলেও পায়নি তেমন কোন সাহায্য বা সরকারি ত্রাণ,আজও তুলতে পারেনি মাথা গোজাঁর মতো একটি ঘর।
উল্লেখ্য হামলার ঘটনা জানার পর থেকেই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাড়িয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রেখে সহযোগীতার চেস্টা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ০২ জুন বৃহঃবার বিকালে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে সামান্য কিছু নগদ অর্থ তুলে দেন তারা।এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত আহ্বায়ক সাংবাদিক বাবু শ্রী দীপক কুমার পাল,সদস্য সচিব শ্রী মিলন কান্তি সরকার,সদস্য শ্রী মৃণাল কান্তি সরকার,শ্রী মোহন চন্দ্র সরকার,শ্রী লিটন চন্দ্র সরকার ও সাদুল্যাপুর উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক বাবু শ্রী দুলাল চন্দ্র সরকার প্রমুখ।