ফয়সাল হোসাইন সনি, বগুড়া সংবাদদাতা।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুন) বিকেলে বগুড়া শহরের করোনেশন ইনস্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।
বগুড়া পৌর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস মতিউর রহমান বাদশা বলেন, মুক্তিযুদ্ধো কালীন বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা মুজিব বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার ছিলেন শেখ ফজলুল হক মনি। দেশ স্বাধীন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের জন্য গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে অনন্য ভূমিকা রাখেন শেখ ফজলুল হক মনি। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
তিনি বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। তিনি যুবসমাজকে সৃজনশীল ও আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আতিকুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, সরিফা ট্রেড সেন্টার এর স্বত্বাধিকারী আকিলা সরিফা সুলতানা খানম প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া পৌর শাখার আয়োজনে ও সরিফা ট্রেড সেন্টার এর সার্বিক সহযোগিতায় নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় আটটি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। বিকেল ৪টায় শুরু হওয়া উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন বগুড়া সদর বনাম শিমু প্লাস্টিক ক্লাব। আগামী ২৪ জুন এ টুর্নামেন্টর চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।