বিশেষ প্রতিনিধি।। পাবনার সাঁথিয়ায় শত্রুতার জেরে বিষ দিয়ে পোনা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারির প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাটবাড়িয়া কবরস্থানের পাশের একটি খামারে এ ঘটনা ঘটে।
খামারের মালিক রঞ্জু আলী জানান,‘হাটবাড়িয়া কবরস্থানের পাশে তিন বিঘা জমি লীজ নিয়ে পাঁচ বছর ধরে মাছের চাষ করে আসছি। খামারে রুই, কাতলা, পুটি, মৃগেল, জাপনিসহ বিভিন্ন প্রজাতি মাছের রেনু চাষ করছি। পুকুর পাড়ে একই এলাকার সজীব প্রায়ই হাঁস দিয়ে দীর্ঘ দিন ধরে মাছের ক্ষতি করে আসছিল। কোন কিছু বলতে গেলে আমাকে ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকালে তার হাঁস পুকুরে নেমে পোনা মাছ খায়। বিষয়টি সজীবকে বললে উল্টো ভয়ভীতি ও গালাগালি করে আমাকে। শুক্রবার সকালে পুকুরে এসে দেখি সমস্ত মাছ মরে ভাসতে।’
তিনি আরও বলেন,‘পুকুরে বিষ প্রয়োগ করে তার মাছ মেরে ফেলা হয়েছে। এতে তার প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে রঞ্জু বাদী হয়ে সজীবকে আসামি করে সাঁথিয়া থানায় সাধারন ডায়েরি দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, মাছ মারার ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।