রাঙা প্রভাত ডেস্ক।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ৯ নেতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলার আবেদন করেন।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর কুশপুত্তলিকা দাহ করার অভিযোগ আনা হয়েছে। এজাহারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।
গত ১৬ ও ১৭ জুলাই বিক্ষোভ মিছিলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন দাবি করে রিয়াজ উদ্দিন বলেন, অভিযুক্তরা চান না বাংলাদেশে শান্তি বিরাজ করুক। তাই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন মিয়া সময়ের আলোকে বলেন, এখনো মামলা হয়নি। একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।