শেষ বিকেলের রোদ।। মুশফিক শুভ
শেষ বিকেলের রোদ দিগন্ত রেখায়
হারায় যদি আঁধারে, রংধনু কিরন
কি আলো ছরায় নীলে? পড়ন্ত বেলায়
ছুটন্ত বাতাস কভু রাখে কি স্মরণ
অতীতের স্মৃতি! সাংগ জীবন মেলায়
হয়কি কখনো আর নতুন বরণ?
অশান্ত জোয়ার কবে স্রোতের ভেলায়
ছুটে বিপরীত পথে- শোনেনি বারণ?
তবু জীবনাবসানে তোমাদের প্রাণে
আমার সুর ঝরাবে আনন্দের বৃষ্টি;
রঙিন আকাশে ভেজা বাতাসের গানে
নতুন রুপে সাজবে অপরুপ সৃষ্টি।
মেঘের বুকে জমানো বৃষ্টির পরশ
পেতে সে আঁধারে হব, আবার সরস।