বিনোদন ডেস্ক।।
‘দিন দ্যা ডে’ এবং ’পরান’ সিনেমা দুটি বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করলেও প্রেক্ষাগৃহ গুলোতে দর্শক খরা কিছুটা হলেও কাটাতে সক্ষম হয়েছিলো। সিনেমা দুটির আলোচনার রেশ কাটতে না কাটতেই দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনী তরুণীর আগমনকে ঘিরে!
এতে রহস্যময়ী চরিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি।
আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এছাড়া সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসসহ বেশ কয়েকজন শিল্পীও অভিনয় করেছেন।
সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গান এখন জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছে। গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। গেয়েছেন এরফান মৃধা শিবলু।
শুক্রবার ঢাকা ও ঢাকার বাইরে মোট ২৩টি সিনেমা হলে ‘হাওয়া’ মুক্তি পেয়েছে। বসুন্ধরা সিনেপ্লেক্সে ইতিমধ্যেই আগামি সাত দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে। অভিনেতা চঞ্চল চৌধুরীর মতে হাওয়া দেখতে দর্শকের জোয়ার স্বপ্নের মত।