রাঙা প্রভাত ডেস্ক।।
এই বছরের চলমান বন্যায় বুধবার সকাল পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৭ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।
নিহতদের মধ্যে সিলেটে ৭৭ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ১৬ জন ও ঢাকা বিভাগে একজন।
তাদের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০৭ জন, বজ্রপাতে ১৮ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।
এছাড়া এ সময়ে প্রায় ২৮ হাজার ৫৪০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় সিলেটের ৩৩টি, রংপুরের তিনটি, ময়মনসিংহের সাতটি ও চট্টগ্রাম বিভাগের একটিসহ ৪৪টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা যেখানে যথাক্রমে ১৩, ১১, ৭ ও ৫টি উপজেলা বন্যা কবলিত হয়েছে।