বিশেষ প্রতিনিধি।। রাজধানী থেকে বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ ।জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বিভিন্ন রুটের বাস ভাড়া পুনর্নির্ধারণ করে তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষর (বিআরটিএ) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় বিআরটিএ। সেখানে বলা হয়েছে, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব/সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান/সেক্রেটারি জেনারেলকে ভাড়ার চার্ট সরবরাহ করে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।