অনলাইন ডেস্ক।। চাহিদা কমার পাশাপাশি বিশ্বজুড়ে একটি মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে কমতে চলেছে জ্বালানি তেলের দাম। ট্রেডিং ইকোনমিকস জানায়, আজ সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৭.৯৩ ডলার। যা ছয় মাসে সর্বনিম্ন। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩.৭১ ডলার।
এ ছাড়া গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল কমেছে ৬.১০ শতাংশ এবং লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ব্যারেল প্রতি ৬.১৮ শতাংশ।
বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে চাহিদা কমায় তেলের দাম কমছে। বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চীনের গত জুলাই মাসে তেল আমদানি আগের বছরের একই সময়ের চেয়ে ৯.৫ শতাংশ কমেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির জেরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তেলের চাহিদা কমবে এমন আশঙ্কাতে দাম কমছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রে তেলের মজুদও বেড়েছে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেলের দাম যেভাবে বেড়েছিল তা আবারও আগের অবস্থায় ফিরে আসা শুরু করেছে।