রফিকুল ইসলাম রনি ।। পৃথিবীর উদ্ভিদ জগতের সবচেয়ে পুরাতন ও দীর্ঘআয়ু বৃক্ষ আমেরিকার বৃক্ষসালার দানব কাঠামোর অধিকারী দৈত্য সিকোইয়া নামের একটি বৃক্ষের চারা বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আগরপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয়েছে।
দৈত্যাকৃতি জাতের ওই বৃক্ষের চারাটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমির আগরপুর মিয়া বাড়ির কৃর্তি সন্তান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম জিলানী নজরে মুর্শিদ আমেরিকা থেকে সংগ্রহ করে দেশে নিয়ে এসেছেন। তিনি দীর্ঘদিন আমেরিকায় থাকায় তার কৈশোরিক স্মৃতি বিজারিত গ্রামে বাংলাদেশের উদ্ভিদ জগতে না থাকা বিরল বৃক্ষ আমেরিকান দৈত্য সিকোইয়া চারাটি রোপণ করেন। বিরল প্রজাতির বৃক্ষটির প্রাপ্তি স্থান হলো ক্যালিফনিয়া ( উত্তর আমেরিকা) এর ইংরেজি নাম Giant Sequoia বাংলা দৈত্য সিকোইয়া নামে পরিচিত। প্রাপ্ত বয়স্ক সময়ে বৃক্ষটির উচ্চতা হয় চারশত ফুট এবং চওড়া বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত হয়। আয়ুকাল হয় ত্রিশ থেকে পয়ত্রিশ বছর।
বুধবার (১৭ আগষ্ট) সকালে জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে দৈত্যাকৃতি জাতের বৃক্ষের চারাটি রোপণ করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ ও নিউইয়র্ক কিশোর বিচার বিভাগ কাউন্সিলরের সাবেক কর্মকর্তা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম জিলানী নজরে মুর্শিদ, আগরপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) গোলাম জাকারিয়া। তখন জাহাঙ্গীর নগর ইউপি পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীর্ষ বিশিষ্ট অতিদীর্ঘ বিশাল কায় চির সবুজ বৃক্ষ বিশেষ দৈত্য সিকোইয়া চারাটির রোপণের কথা এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে উৎফুল্লতা সৃষ্টি হয় এবং জনাব গোলাম জিলানী নজরে মুর্শিদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার ও-ই উপহার একসময় উদাহরণ সরুপ রয়ে যাবে বলে মনে করেন এলাকার লোকজন।
আমেরিকান দৈত্য সিকোইয়া বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন শেষে কলেজের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।