সোনার শিকল
আল আমিন জুয়েল এফসিএ
ভালো যদি না রাখিবেই বন্ধু
সোনার শিকল দিয়ে পায়ে,
কেন দেখাইলা স্বপন মোরে
স্বার্থ পূরণের দায়ে।
গান শুনাইলা পিরীতের বাঁশীর
কামনা বাসনার মধুর সুরে,
জ্বলা বসনের ভাজের সোপানে
সোহাগে বসিলা যতন করে।
রহিলাম সখা বন্দী শিকলে
আপন ভুবনের মায়া ছাড়ি,
অপ্সরা সম ছিলাম তোমার
আজি বলো মোরে তুচ্ছ নারী।
তোমার গায়ের গন্ধ মাখিয়ে
মোর লেশটুকু নেই বাকী,
গন্ধ আতরের সকল ফেলিয়া
সখা তোমারেই বুকে রাখি।
আজি মোর তরে গাত্র পঁচনে
তোমার ঘৃণিত চোখের শুল,
আহারে সোনার শিকল আমার
তোমায় চিনিবারে করি ভুল।।