রাঙা প্রভাত ডেস্ক।।
গুলশান থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ শামিদুল ইসলাম পূর্ণাঙ্গ আদালত কক্ষে এ রায় ঘোষণা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- জিকে শামীমের দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
এর আগে, গত ২৫ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
যুক্তিতর্ক উপস্থাপনের শেষদিকে সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগে মামলা করেন র্যাবের নায়েক সুবেদার মিজানুর রহমান।
এর একদিন আগে ঢাকার গুলশান এলাকার নিকেতনের বাসা থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ফিক্সড ডিপোজিটের রসিদ (এফডিআর) ১৬৫ কোটি ২৭ লাখ টাকা, মদ ও আগ্নেয়াস্ত্র জব্দ করে জিকে শামীমকে গ্রেপ্তার করে র্যাব।
অভিযানে জিকে শামীমের সাত দেহরক্ষীকে আটক করে অস্ত্র বাজেয়াপ্ত করে র্যাব।
২০১৯ সালের ২৭ অক্টোবর অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র্যাব। পরে ২০২০ সালের ২৮ জানুয়ারি একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।