নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপিতে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) উপকারভোগী পরিবারের মধ্যে আরইএলআই প্রকল্পের আওতায় নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে আগরপুর ডিগ্রি কলেজ মাঠে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এসডিএফ, রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় উপকারভোগী পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিকাশে প্রদান করা হয়েছে।
জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল।
এসডিএফের আগরপুর ক্লাস্টারের অফিসার মোঃ রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ বরিশাল আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, এসডিএফ বরিশাল জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন, সরিকল জনতা ব্যাংকের ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকি, আগরপুর রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রকিব হাসান, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষায়ক সম্পাদক আব্দুর রহমান, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুব্রত পাল প্রমুখ।
সভায় উপকারভোগীদের মধ্যে মতাজ বেগম ও গৌরী রানী আলোচনা রাখেন। অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর ইউপির সাতটি গ্রামের ২৭৪ জন উপকারভোগী ৯ হাজার টাকা করে ২৪ লক্ষ ৬৬ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব অনুদান প্রদানের লক্ষ্য মা-বোনদের সুসংগঠিত করে এসডিএফ এর মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা, অনুদানের সঠিক ব্যবহারের মাধ্যমে আয়ক্ষম পরিবেশ সৃষ্টি করা। দেশ ইতিমধ্যে দরিদ্রসীমা থেকে উন্নত হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসডিএফ আগরপুর ক্লাস্টারের ডিইউও মোঃ আসলাম আলী মৃধা, সিএফ নির্মাণ ইঞ্জিনিয়ার মোঃ মহিবুল্লাহ, সিএফ মোঃ জহির মাহামুদ খান, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, সুবল চন্দ্র মিস্ত্রি, মোঃ ইমন আহম্মেদ, মেঘনা আক্তার নদী, সিএফ স্বাস্থ্য শারমিন খানম।