নিজস্ব প্রতিবেদক।। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদানকারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) স্নিন্ধা রায় যথাসময়ে উপস্থিত না হওয়ায় রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ, এই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সেবা প্রদানকারী (স্যাকমো) স্নিন্ধা রায় সকাল সাড়ে ১১ টার আগে কোনোদিন অফিসে আসেন না এবং দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত থাকেও না।উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস টাইম সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। কিন্তু তিনি নিয়মিত সময়ে অফিসে যাচ্ছেন না। কোনমাসে সব মিলিয়ে ৬-৭ দিন ডিউটিও করেনা তিনি এমনও তথ্য মিলিছে তার বিরুদ্ধে ।
উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী আব্দুল হালিম, মজিরুন বেগম, বেওয়া বেগম, অঞ্জলী হালদার বলেন, স্নিন্ধা দিদির কাছে চিকিৎসা নিতে এসে আমরা দুই ঘণ্টা ধরে এখানে বসে আছি। কিন্তু ডাক্তার দিদির কোনো খবর নেই। অনেকটা অনিশ্চয়তার মধ্যে ডাক্তারের অপেক্ষায় বসে আছি।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্নিন্ধা রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি।
এদিকে তার সহকারী মিডওয়াক ইসরাত জাহান জেরিনও নিয়মিত যথাসময়ে অফিসে আসে না এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মনিরুজ্জামানের সাথে মুঠোফোন যোগাযোগ করলে বলেন, তাঁদের বিষয়ে খোঁজ নিয়ে দেখছি এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।