নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুরে ও গৌরনদী উপজেলার সরিকল গ্রামের শীতার্ত অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ২০ শয্যা বিশিষ্ট সেবামূলক প্রতিষ্ঠান হালিমা মান্নান ক্লিনিক।
হালিমা মান্নান ক্লিনিকের পরিচালক শহিদুল আলম ফারুকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন।
শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও গ্রামের দরিদ্র মানুষ। প্রতিবছরের ন্যায় এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেবামূলক প্রতিষ্ঠান হালিম মান্নান ক্লিনিক।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ক্লিনিকের প্রাঙ্গণে দুই উপজেলার ওই দুই এলাকার শীতার্ত মানুষের মধ্যে ৬০০টি কম্বল বিতরণ করা হয়।
ক্লিনিকের পরিচালক বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
এদিকে বক্তারা হালিমা মান্নান ক্লিনিকের সফলতা কামনা করে বলেন, সরিকলের কৃর্তি সন্তান মোঃ বিপ্লব হোসেন গ্রামের মানুষের সঠিক চিকিৎসা সেবার কথা চিন্তা করেই আগরপুরে নির্মাণ করেছেন এ প্রতিষ্ঠান। এপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে প্রশংসা কুড়িয়েছেন। বক্তারা আরো বলেন, এ ক্লিনিকে স্বল্প খরচে চিকিৎসা নিচ্ছেন গ্রামের মানুষ, এখন আর বরিশাল শহরে চিকিৎসার জন্য যাওয়া লাগে না এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন।
ক্লিনিকের সুপারভাইজার আব্দুল বারীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও কলামিস্ট অধ্যাপক আবদুল হাকিম, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মোঃ আলাল হোসেন প্রমুখ।