নিজস্ব প্রতিবেদক।। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন ও মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খানের বড় মেয়ে জায়িন তাসনিম জিশা।
গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন তিনি। পূর্বেও জিশা মেধাতালিকায় গৌরনদী উপজেলায় প্রথম স্থান লাভ করে ছিলো।
জিশার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান রহিমগঞ্জে।
জিপিএ-৫ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জায়িন তাসনিম জিশা বলেন, মা-বাবার দোয়া ও আমার সুদৃঢ় প্রচেষ্টার কারণে আমি জিপিএ-৫ পেয়েছি। সবাই দোয়া করবেন যেন আমার সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি।
মেয়ের ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক পরিবার ও আত্মীয় স্বজন । অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন বলেন, আমার মেয়ে তার পরিশ্রমের ফলেই সফলতা অর্জন করেছে। আমাদের গাইড লাইন অনুসরণ, শিক্ষকদের দিকনির্দেশনা এবং তার অধ্যবসায়ের ফলেই সে সফলতার সাথে কৃতকার্য হয়েছে। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে।