বিশেষ প্রতিনিধি।। প্রতিবন্ধী এক শিশুকে হাসপাতালে রেখে উধাও হয়ে গেছে তার স্বজন। দীর্ঘসময় স্বজনদের সন্ধানে হাসপাতালে মাইকিং করেও কোনো হদিস না মেলায় ভর্তি রাখা হয়েছে শিশুটিকে। তার বয়স আনুমানিক ৩-৪ বছর।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।
জরুরি বিভাগের মেডিকেল অফিসার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বিকেল ৪টার দিকে এক নারী ওই মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি শারীরিক প্রতিবন্ধী। তখন মা পরিচয় দেয়া ওই নারী জানান, শিশু জ্বরসহ ঠান্ডা কাশিতে ভুগছে। তখন কৌশলে ওই নারী জরুরি বিভাগের একটি চেয়ারে বসিয়ে রেখে চলে যান। দীর্ঘ সময় এভাবে বসে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর শুরু হয় তার স্বজনকে খোঁজাখুজি। আনসার সদস্যদের দিয়ে মাইকিংও করানো হয়। তবে কোনো হদিস মেলেনি। নিরুপায় হয়ে তাকে শিশু বিভাগের ২০৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
এ দিকে, হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটি কিছুটা শারীরিক ও বাক প্রতিবন্ধী দেখে মনে হচ্ছে। বিষয়টি হাসপাতালের পরিচালককে অবহিত করা হয়েছে।