বিশেষ প্রতিনিধি।। পাবনা জেলার সুজানগরে দুই মাসেও ভাঙ্গা কালভার্ট সংস্কার হয়নি, ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে যানবাহন ও জনসাধারণের।
পাবনা-সুজানগর প্রধান সড়কের শ্যামনগর পয়েন্ট থেকে কাকিয়ান মোড় পর্যন্ত পাকা সড়কে নির্মিত একটি পানি নিষ্কাশন কালভার্ট গত দুই মাস ধরে ভেঙ্গে আছে।
কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত দুই মাস অতিবাহিত হলেও কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণ করার কোন পদক্ষেপ হাতে নেননি। এতে ওই সড়কে চলাচলকৃত যাত্রীবাহী সিএনজি ও ভ্যানসহ অন্যান্য যানবাহনের পাশাপাশি সাধারণ জনগণ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার সাধারণ লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছে।