★মিয়া রোকন: বাবুগঞ্জ থেকে > বাবুগঞ্জে উৎসাহ-উদ্দি পনার মধ্যদিয়ে ঘূর্ণিঝড় কে তোয়াক্কা না করে মাষ্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা বাবুগঞ্জের ১৫২ প্রাইমারী স্কুল ও বিভিন্ন মাদ্রসার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মাষ্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জি: মোঃ আরিফুর ইসলাম জানান, এই স্কুলের আজ ১৫২ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ গ্রহনের মধ্য দিয়ে আজ প্রথম কার্যদিন শুরু করলাম। আর এই পরীক্ষায় বিভিন্ন স্কুলের ও মাদ্রসার শিক্ষকদের দিয়ে পরীক্ষার হল পরিচালনা করা হয়েছে। বাবুগঞ্জের প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার পরিদর্শন করেছেন। এবং যে সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অধিক নম্বর পাবে তাদের কে বৃত্তি দেয়া হবে।
বাবুগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুল হক জানান, আজ এই শিক্ষার্থীদের পরীক্ষা খুব ভালো ভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি সকল হলরুম পরিদর্শন করেছি এবং দেখলাম খুব সুষ্ঠুভাবে পরিক্ষা নিচ্ছে। এখনো কোন সমস্যা দেখানি ।
মাস্টার মাইন ইন্টারন্যাশনাল স্কুলে বৃত্তির আয়োজন করেন, “আফসানা আরিফ ফান্ডিশনের” পরিচালক ইঞ্জিঃ আফসানা জাহান মিম জানান, যারা পরীক্ষায় অধিক নম্বর পাবে তাদের কে এই ফান্ডিশনের পক্ষ থেকে বৃত্তির ব্যবস্থা করা হবে। আমি মনে করি এটা একটা ভালো কাজ। সমাজে আমি পারতাম এই টাকা দিয়ে বিদেশে থাকতে তা না করে আমি এই বৃত্তির আয়োজন করলাম নিজ অর্থায়নে। এবং ভবিষ্যতে আরো করবো।