নিজস্ব প্রতিবেদক।। বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। জনসভায় কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জনসভায় বক্তব্য রাখেন। দুপুর ২ টার পর জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ৩টার দিকে জনসভায় উপস্থিত হন। তার আগে দুপুর ১ টার মধ্যে বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায় ।
জনসভায় যোগ দিতে বেলা ১১ টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলের নগরীতে পরিনত হয়েছে গোটা বরিশাল। লোকজন উদ্যানের আশে-পাশের রাস্তায়ও অবস্থান নিতে শুরু করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১ টায় পটুয়াখালীর লেবুখালীতে নবনির্মিত শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করেন। সেখানে কুচকাওয়াজ পরিদর্শনের পর ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন করেন ও ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি একই স্থান থেকে ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।