রফিকুল ইসলাম রনি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে এ তথ্য জানা গেছে।
১২৪টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত বরিশাল-৩ আসনে নির্বাচনে লড়েছেন ৬ জন প্রার্থী। মহাজোট মনোনীত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ৫২ হাজার ৫৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী টিপুর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮৮৯ ভোট।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বরিশাল-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৬৬ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজর ৮২৫ জন।