নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর নতুনচর এলাকায় অভিযান চালিয়ে ছয় মণ জাটকাসহ জাটকা পরিবহনে ব্যবহৃত একটি মাহেন্দ্রা জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও র্যাব-৮ এর ডিএডি মোঃ শাহরিয়ার যৌথ অভিযানের নেতৃত্ব দেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার দিবাগত ভোররাতে যৌথ অভিযানে জাটকাসহ জাটকা পরিবহনে ব্যবহৃত একটি মাহেন্দ্রা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা উপজেলার দশটি এতিমখানা সহ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি জাটকা নিধনের দায়ে মুহিন ফকির নামের এক জেলেকে মোবাইল কোর্ট চালিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও জব্দকৃত মাহেন্দ্রা নিলামে বিক্রি করা হবে।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সুব্রত বিশ্বাস দাস। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, র্যাব-৮ ও পুলিশ সদস্যরা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন বলেও তিনি জানান।