নিজস্ব প্রতিবেদক।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ ) বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও কৃষি বিভাগীয় প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো.নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন (পি কে), বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আহসান, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের আহবায়ক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম হোসেন ভূইয়া।
তখন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কার্যকরী সদস্য ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের কেন্দ্রীয় সদস্য মোঃ ইয়াহিয়া, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন,বাংলাদেশের কার্যকরী সদস্য ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের যুগ্ন সম্পাদক সোহেল মোহাম্মদ সোহান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খামারবাড়ি প্রা: ইউ : এর মহাসচিব ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ সানোয়ার হোসেন সোহাগ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি বিষয়ক পুরস্কার প্রাপ্ত কমিটির যুগ্ন সম্পাদক মো: মামুনুর রশীদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বিএডিসি শাখার যুগ্ন সম্পাদক কামরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ফারজানা আক্তার, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজমেরী সুলতানা, পিএসসি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের প্রতিনিধি মো: হেলাল উদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের প্রচার সম্পাদক ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সদস্য সচিব মোঃ মিন্টু খান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন মোঃ মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, বাদল, মিজানুর রহমান, সেলিম জাবেদ, শামীম খান, হেলাল, নাজমুল, সাইফুর সহ আরো অনেকে।