বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি বরিশালের বাবুগঞ্জে ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) সমাপনী অনুষ্ঠান ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বাবুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে জাহাঙ্গীর নগর ইউপির সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে সনদ তুলেদেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাযনুস রহমান আকলিমা।
এসম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান মন্টু, সহকারী শিক্ষক মো: হারুন অর রশিদ মাতুব্বর।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সজীব হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন ভিডিপি দলনেতা কাইউম হোসেন, মহিলা দলনেতা ইসরাত, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর হোসেন, তরুণ সমাজসেবক মো: মাহফুজুর রহমান রমিম, সাংবাদিক রফিকুল ইসলাম রনি প্রমুখ।