নিজস্ব প্রতিবেদক।। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি বরিশালের বাবুগঞ্জে আনসার ভিডিপির আয়োজনে গ্রাম ভিত্তিক গরু-ছাগল, ভেড়া, মহিষ ও গবাদিপশু ফার্মের উপর প্রথম ধাপে ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মে) সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর ডিগ্রি কলেজ হল রুমে নারী পুরুষ প্রশিক্ষণার্থীরা অংশ গ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক সজীব হোসেন, জাহাঙ্গীর নগর ইউপির আনসার ও ভিডিপি দলনেতা কাইউম হোসেন, আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর হোসেন, মহিলা দলনেত্রী ইসরাত প্রমুখ।