নিজস্ব প্রতিবেদক : এনজিও থেকে ঋন নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে একটি টমটম কিনছিলাম এটি দিয়েই যা আয় হতো তা দিয়ে ঋণের টাকা পরিশোধ ও সংসার চলতো। আয়ের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে কথাগুলো বলছিলেন জহিরুল আকন (৩৮ ) নামে এক যুবক।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের সামনের আগরপুর লাসঘাটা সড়কের মিয়াবাড়ি ঈদগাঁর পাশ থেকে আয়ের একমাত্র সম্বল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় চুরি হয়ে যাওয়া টমটমগাড়ি খোঁজ করেও ফিরে পাননি হতদরিদ্র পরিবারের জহিরুল। আয়ের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
অসহায় জহিরুল আকন চরউত্তর ভূতেরদিয়া গ্রামের মৃত্যু মালেক আকনের ছেলে।
জহিরুল জানান, প্রতিদিনের মতো রাতে আমার টমটমগাড়িটি আগরপুর লাসঘাটা সড়কের পাশে রেখে খালের এপার আমার বাড়িতে আসি । সকালে দেখি আমার গাড়ি নাই। এটা দিয়েই আমার সংসার চলতো। অনেক খোঁজা খুঁজি করেও কোথাও পাইনি। গাড়িটি হারিয়ে বর্তমানে আমি নিঃস্ব হয়ে গেলাম।