রফিকুল ইসলাম রনি।। উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসছে, বরিশাল জেলার বাবুগঞ্জে ততই উৎসবের আমেজ বাড়ছে।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন উঠান বৈঠকে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।
শুক্রবার (৩১ মে) বিকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ৭নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ নিয়ে উঠান বৈঠক করেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। উঠান বৈঠকে তখন প্রার্থীর প্রতি ভালোবাসা ও আস্থার টানে কয়েকশ ভোটার এতে অংশ নেন।
উঠান বৈঠক অনুষ্ঠানে আগরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্টু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ খান, সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সানাউল হক মিয়া, উপজেলা কৃষক লীগের নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
তখন উপজেলা ছাত্র লীগের যুগ্ন আহবায়ক খন্দকার রাজু আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা নাদিম আল হেলাল, জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিশ্বজিৎ দাস, যুগ্ন আহবায়ক উপেন চন্দ্র মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের বন পরিবেশ বিষায়ক সম্পাদক আব্দুল বারী, ইউপি সদস্য মাসুদ হাওলাদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুন্ড, মুক্তিযোদ্ধা আনোয়ার খান, মহিলা লীগ নেত্রী রানি বেগম, সাংবাদিক রফিকুল ইসলাম রনি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইনুল হক সুহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষায়ক সম্পাদক কাজী আব্দুর রহমান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের জন্য ভোটারদের কাছে দোয়া চান এবং ভোটাররা একযোগে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।
বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছি, আশা করছি, ভোটারদের বিশ্বাস ও ভালোবাসায় আমি বিজয়ী হতে পারব। যত দিন বাঁচব, ততদিন মানুষের ভালোবাসা নিয়েই থাকব।