নিজস্ব প্রতিবেদক।। বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ গ্রুপের প্রচার সম্পাদক এবং মডারেটর মোসা: লাকী দীর্ঘ চার বছর মৃত্যুর সাথে লড়াই করে সকলের মায়া ও ভালোবাসা ত্যাগ করে চিরবিদায় নিলো না ফেরার দেশে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিট সময়ে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অসহায় পরিবারের সন্তান সকলের প্রিয় লাকি মারা যায়।
মরহুমা লাকী বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরউত্তর ভূতেরদিয়া এলাকার বাবুল হাওলাদারের মেয়ে।
তার দু’টি কিডনিই বিকল ছিল। অসুস্থতার ৪ বছরের প্রতি মাসে তিন ব্যাগ রক্ত লাকীর শরীরে প্রয়োজন হতো। তা-ই রক্ত সংগ্রহের মাধ্যমে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের নিকট জনপ্রিয় হয়ে উঠেছিল লাকী। ভাগ্যবান তবে ভাগ্য নিয়ে আসেনি পৃথিবীতে। মা, বাবা আত্মীয় স্বজন রেখে অকালেই মারা গেলো লাকী। মারা যাওয়ার দুইদিন আগেও তার ভেরিফাই ফেইসবুকে সকলের কাছে ক্ষমা চেয়ে সর্বশেষ একটি ভিডিও পোস্ট করে লাকী । লাকীর এই অকাল মৃত্যুকে মানতে পারছেন না রক্ত দাতা ও সংগ্রহ কারীরা। নিজের জন্য রক্ত সংগ্রহ করতো তেমনি অপরের জন্যও রক্ত সংগ্রহ করে দিতো।
মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।