বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল বাবুগঞ্জে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে বর্নাঢ্য র্যালীর আয়োজন করা হয় , র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে যুব উন্নয়ন অফিসার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমী ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) কামরুন্নাহার তামাননা
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাকুরীর পেছনে না ঘুরে সরকারী বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হতে হবে। আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ গ্রহণ করলে নিজে নিজে কিছু করতে পারা যাবে। উদ্যোক্তা হতে হলে যে কোনো সহযোগীতা পেতে উপজেলায় এসে পরামর্শ গ্রহণের অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সণ্যামত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম, খানপুরা আমি মাদ্রাসার অধ্যক্ষ আ:জ,ম শামসুল আলম, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমীনুল ইসলাম, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকাকর্তা জাকির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় এর সমন্বয়ক মো: সজিব হোসেন প্রমূখ।