রফিকুল ইসলাম রনি, , বরিশাল।। বরিশালের বাবুগঞ্জে অর্থনৈতিক মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিথি হিসেবে অধ্যক্ষ আবু জাফর শিকদার ।
এসময়ে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শুমারি সমন্বয়কারী আরাফাত হোসেন, জোনাল অফিসার শুভজিৎ রায়, আইটি সুপার ভাইজার ইমরান হোসেন, সাব্বির আহমেদ প্রমুখ।
উপজেলা শুমারি সমন্বয়কারী আরাফাত হোসেন বলেন, অর্থনৈতিক শুমারি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যতে রাষ্ট্রের উন্নয়ন কর্মপন্থা নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই নতুন বাংলাদেশ গড়তে নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে প্রশিক্ষনার্থী সকলের প্রতি তিনি আহবান জানান।
অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ অনুষ্ঠানে দুটি জোনে ১২ জন সুপারভাইজার ও ৬৫ জন তথ্য সংগ্রহকারী অংশ গ্রহন করে।
উল্লেখ্য, “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে অর্থনৈতিক শুমারি শুরু হবে। ১৫ দিনব্যাপী এই শুমারি চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।