নিজস্ব প্রতিবেদক।। বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি বরিশালের বাবুগঞ্জে যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর বাজার ইউনিয়ন কার্যালয়ে ওই আলোচনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: ইব্রাহিমের সভাপতিত্বে এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: শিবলী খান।
আলোচনা ও পরিচিত সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র নেতা গাজী অনিক।
এসময়ে অন্যনদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক রানা আহম্মেদ, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, গণঅধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব মো: রেজাউল করিম, যুগ্ন সদস্য সচিব মিজানুর রহমান ও উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কেএম আল আমিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী এমন কোনো অন্যায়-অনিয়ম নেই যা তারা করেনি। আওয়ামী লীগ দেশকে মাফিয়ার রাজ্যে পরিনত করেছিল। তাদের হাত থেকে দেশবাসীকে মুক্ত করার জন্যই তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সৃষ্টি হয়েছে। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে সারাদেশের ন্যায় বাবুগঞ্জ উপজেলায় কাজ করে যাচ্ছি আমরা।