গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা কর্তৃক টিআর-কাবিখা প্রকল্পের কমিটি ফরমে ইউপি চেয়ারম্যানকে জিম্মি করে স্বাক্ষর আদায় নিয়ে সংবাদ প্রকাশ করায় গৌরনদী প্রেসক্লাবের কো-আহবায়ক ও দৈনিক সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদল নেতার অনুসারীরা এ হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেছেন সমকাল প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান। এনিয়ে সোমবার সকাল দশটায় ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেছেন ক্লাবের সদস্যরা। প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, সদস্য আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, কাজী আল আমিন, মোল্লা ফারুক হাসান সহ অন্যান্যরা।
সভায় ছাত্রদল নেতার সহযোগী কর্তৃক হুমকি প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানান এবং রুবেল গোমস্তা ও তার সহযোগিরা ফেসবুক পোস্ট ডিলিট করে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার (রুবেল) সকল পজেটিভ সংবাদ না করার সিদ্ধান্ত গ্রহন করেন।
উল্লেখ গত ২০ মার্চ গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও তার সহযোগিরা মোটরসাইকেল মোহড়া দিয়ে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে জিম্মি করে টিআর-কাবিখা প্রকল্পের কমিটি ফরমে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ পাওয়া যায়। ছাত্রদল নেতার এ কাজে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জড়িত বলেও সূত্রে জানা যায়।
এঘটনায় ২১ মার্চ দৈনিক সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমকাল প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামানকে নিয়ে বিষোধগার ও তাকে মারধরের হুমকি দিয়ে আসছিলো উপজেলা ছাত্রদল নেতার সহযোগীরা। যদিও ঘটনার কোন সত্যতা নেই বলে দাবী করে আসছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন।