তোমাকে দেখেছি আমি ‘
আকন আবুবকর
তোমাকে দেখেছি আমি যমুনার তীরে একদিন
দেখেছি তোমাকে আমি কাশবনে হেঁটে যাও একা
দেখেছি তোমাকে আমি ঘুঘুডাকা শিশিরের ঘাসে
দেখেছি তোমাকে আমি কৃষ্ণচূড়ার চূড়ায়
দেখেছি তোমাকে আমি সন্ধ্যার আকাশে প্রতিদিন
তোমাকে দেখেছি আমি রাত্রি দ্বি-প্রহরে একরাতে
তাই খুঁজতে যাইনা আর মুক্তা ঝরানো ঝিনুক সাগরের তলদেশে
খুঁজতে যাইনি আর পৃথিবীর অন্য কোনো মুখ
খুঁজতে যাবনা আমি সোনালী সবুজ কালো চোখ
তুমি আমার আনন্দ সব হেমন্ত শিশিরে বসন্ত বর্ষায় প্রতিদিন প্রতিক্ষণে।
অকাল বসন্তের বালিকা তুমি হবেনাতো কারো আর
হবেনাকি ? বলো নাম তার
তাহলে সূর্যকে বলে দিব কাল সকালে তা’কে করবে পুড়ে ছারখার
দেখবে তখন তার চোখ দু’টো শুধু নক্ষত্রের কারাগার।
যেহেতু তোমাকে চাই তাই বলো তা’কে বাই বাই
আগামী বসন্তে আমি সত্যিই তোমাকে চাই
সকাল সন্ধ্যায় আমি সত্যিই তোমাকে চাই
জীবনে মরণে আম সত্যিই তোমাকে চাই ।
হয়োনা জীবনে তাই অন্য কারো তুমি
দখিনা দূয়ারে এসো দুপুরে সন্ধ্যায় কিংবা রাত্রি দ্বি-প্রহরে
নক্ষত্রের এক রুপালী রাতেই তুমি চলে এসো
আমি অপেক্ষায় রয়ে যাব শতাব্দী থেকে শতাব্দী ।
বি:দ্র : আমি নাকি শুধু বিরহের কবিতা লিখছি আজকাল। তাই এই কবিতাটি লেখার চেষ্টা করেছি। জানিনা এটা কিছু হয়েছে কিনা ।