বরিশাল অফিস:- জেলার গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে বহিঃস্কার করা হয়েছে ।
বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সিনিয়র-জুনিয়র দ্বন্ধের কারণে হামলার উদ্দেশ্যে স্কুল ব্যাগ থেকে ধারালো চাক্কু ও চাপাতি উদ্ধারের ঘটনায় ।
বহিঃস্কৃত শিক্ষার্থীরা হলো-এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান, শাহাদাত হোসেন, দশম শ্রেনীর ছাত্র হামিম মৃধা, নাঈম সিপাহী ও নবম শ্রেনীর ছাত্র রাসেল হাওলাদার। নাম প্রকাশ না করার শর্তে স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্যরা জানিয়েছেন, সিনিয়র-জুনিয়র ছাত্রদের দ্বন্ধের কারণে হামলার উদ্দেশ্যে বহিঃস্কৃত ছাত্ররা স্কুল ব্যাগে করে ধারালো চাক্কু ও চাপাতি নিয়ে ক্লাশরুমে প্রবেশ করে। বিষয়টি স্কুলের শিক্ষকরা জানতে পেরে কৌশলে তাদের ব্যাগ তল্লাশী করে ধারালো চাক্কু ও চাপাতি উদ্ধার করেছেন। এ নিয়ে বেলা সাড়ে এগারোটার দিকে স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে সর্বসম্মতিক্রমে ওই পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি (বহিঃস্কার) দেয়া হয়েছে।
স্কুলের প্রধানশিক্ষক মোঃ নুরুল আলম বহিঃস্কারের সত্যতা স্বীকার করলেও ধারালো চাক্কু ও চাপাতি উদ্ধারের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্ধের কারণে বহিঃস্কৃত ছাত্ররা হামলার পরিকল্পনা করছিলো। এজন্য স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে সর্বসম্মতিক্রমে ওই পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে বহিঃস্কার করা হয়েছে।