রাঙা প্রভাত ডেস্ক:- সরস্বতী পূজার কথা বিবেচনায় এনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোট পেছানোয় ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাতে ইসির উপসচিব মো. আতিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যে সকল অফিস/প্রতিষ্ঠান/সংস্থা ওইদিন কর্মদিবস হিসেবে গণ্য হয় সে সকল অফিস/সংস্থা/প্রতিষ্ঠানেও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন হবে।
এজন্য নির্বাচনী সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কশিমন।