উত্তরীয়
মুহাম্মদ সাঈদ
আমাকে স্পর্শ করার মত কিছুই ছিলোনা তোমার!
পঞ্চইন্দ্রিয় প্রার্থনায় রেখে বলতেও পারোনি কিছু
পুষ্পশর ফেরত চলে গেছে বার্ধক্যজনিত পীড়ায়।
আমাকে রেখে দেয়ার মত কিছুই ছিলোনা তোমার!
কোনো মানপত্র,পানপাত্
প্রফুল্ল প্রার্থনারা জুড়ে থাকে গাছের গোড়ায়
কিছুই পারোনি তুমি-অন্তর্যামী
আমাকে লেখার মত দীর্ঘপদ ছিলনা তোমার
চিরকুট, উড়োচিঠি,লিখতে পারোনি কোনো কিছু
মনোরথও হয়তো ছোটেনি অদৃশ্য রাস্তা বরাবর
কিছুই আসেনি তোমার তরফ থেকে পূর্ব ঠিকানায়।