“চাঁদের আলো “
মনিরুজ্জামান
মায়াবী অনিন্দ্য সু্ন্দর কোন ছোঁয়ায় নয়। আকাশের সুবিন্যস্ত অসীম চাঁদের আলোয়, আমি বাঁচতে শিখেছি নিঃসঙ্গতায়।
সময়ের নিষ্টুর খামে বন্দী অসহায় ভালোবাসা। পূর্ণিমাতিথিতে প্রবাসীর একাকী জীবনে, কেউ আসেনি আমার খবর নিতে।
ডাকেনি কেউ কোন দিন তোমার মত করে, এসো জানালায় দাঁড়িয়ে জোছনার নিভু,নিভু
আলো দেখি দু’জনে।
ক্লান্ত শরীর বেদনাময় জীবনের একমাত্র স্বাক্ষী। বেদনার রাত পোহালেই ভোর হয় আর আমিও বেড়িয়ে পরি বেদনার, গানে গানে ফেলে আশা স্মৃতির টানে।
ভালোবাসার স্মৃতি
তোমার ভালোবাসার স্মৃতি আজও মনে পরে
ব্যস্ত সে সময়টাতে ও উদাসী মনে উঁকি দিয়েছো শত হঠাৎ রিমঝিম বৃষ্টি , বিষন্ন হৃদয় মুখর হলো তোমার বূকে মুখ টি গুঁজে পরশ নিবার মত।
স্মৃতিতে তুমি এমন—
কল অলা এক নায়ে,
সুগন্ধার অশান্ত তরঙ্গে দুলে মাঝ তটিনী তে এসে,
দৃষ্টি দূর সীমান্তে গেঁথে রয়- যেথা আকাশ আর শ্যামলিমার নিবিড় আলিঙ্গন,,
শুভ্র মেঘমালা দুরন্ত ছুটে চলা তোমার হিয়ার মাঝে
প্রিয়ার কথা বলা।
সাত সাগর আর তেরো নদীর ওপারে থাকা কারো জন্য অঝোরে কান্নার শ্রাবনে
নয়ন ধারায় বুক ভাসানো।
প্রিয় তোমার অপেক্ষা, ফোনের সময় একটু পেরুলেই অনেক অভিমানে
চোখ দুটো জলে ভরা।
তুমি আসবেনা জেনেও
তোমার ভালোবাসার স্মৃতি মনে করে সন্ধ্যা র আঁধারো হিজলতলীর বনের বাঁকে
ঠায় দাঁড়িয়ে থাকা ।।
“এক ফোঁটা শিশির “
কত রাত জেগে গেঁথেছি শেফালির মালা। ভেবে ছিলাম ভোরের এক ফোঁটা,
শিশির হয়ে আসবে।
ফ্রেমে বাঁধা স্বপ্নদৃশ্যের মত।
কিন্তুু আজও তোমার হলো না সময়। হয়তো এখনো আছে রাস্তার মোড়ে আমার দাড়িয়ে থাকার নগ্ন পায়ের চিহ্ন।
আর আমার ভাবনাগুলো মৃত মানুষের, ছবির মতই…
সাদা ফ্রেমে বন্দি হয়ে আছে দেয়ালে স্বপ্নগুলো ডুবে গেছে অথৈ সমুদ্রজলে
সুখ সে তো চলেগেছে নিরর্বাসনে নিজেরই অজান্তে। বারান্দার কার্ণিশে ঝুলান্ত টাইম ফুলের টপে ফুটেনা ফুল আগের মত অনুরাগে……!!!