বরিশাল অফিস:- বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে একশ’ ভূমিহীন পরিবারের মাঝে খাস কৃষি জমি হস্তান্তর করা হয়েছে। জেলার বাকেরগঞ্জ উপজেলার শতাধিক ভূমিহীন পরিবার সরকারী খাসজমির কাগজপত্র হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ওই উপজেলার শতাধিক ভূমিহীন পরিবারের তালিকা প্রস্তুতের পর প্রায় ১০৮ একর খাস কৃষি জমির কবুলিয়াত রেজিষ্ট্রেশন ও সৃজিত খতিয়ান হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভূমি অফিস চত্বরে ওইসব পরিবারের মাঝে খাস জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশ-জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলশ্রæতিতে মুজিববর্ষের মাহিন্দ্রক্ষণে ভূমিহীনদের উপহার স্বরূপ সরকারী খাস জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক হোসেন মোল্লা।