জেষ্ঠ্য প্রতিবেদক:- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেধাবী ছাত্র শেখ ইনজামাম-উল হক রাসেল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে পবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২টায় পবিপ্রবি’র বাবুগঞ্জ ক্যাম্পাসে নিরাপদ সড়কের দাবিতে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ এসোসিয়েশনের ভিপি মারুফ বিল্লাহর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শফিউল আলম খান, ডিভিএম ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাইদুল ইসলাম, আল আমিন ও দ্বীপ বিশ্বাস। ওই মানববন্ধনে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন বাবুগঞ্জ উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না।
উল্লেখ্য, গত ১৪ মার্চ বাগেরহাটের মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পবিপ্রবি’র এ্যানিমেল হাজবেন্ড্রি অনার্স কোর্সের ৬ষ্ঠ ব্যাচে অধ্যায়নরত শিক্ষার্থী শেখ ইনজামাম-উল হক রাসেলসহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হন। খুলনার গ্রামের বাড়ি থেকে ওই বাসে করেই পবিপ্রবি’র বাবুগঞ্জ ক্যাম্পাসে আসছিলেন মেধাবী শিক্ষার্থী শেখ রাসেল। তার অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।