রাঙা প্রভাত ডেস্ক:- করোনাভাইরাসের রোগী পাওয়ায় রাজধানী ঢাকার ৫২টি এলাকা লকডাউন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্যঃ মিরপুরের টোলারবাগ পুরান ঢাকায় খাজে দেওয়ান লেনের ২০০ ভবন মোহাম্মদপুর এবং আদাবরের ৬টি এলাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে তাজমহল রোড মিনার মসজিদ এলাকা রাজিয়া সুলতানা রোড বাবর রোডের একাংশ বছিলা ও আদাবর এলাকার কয়েকটি বাড়ি ও রাস্তা মহাখালীর আরজত পাড়ার একটি ভবন বসুন্ধরা এলাকার অ্যাপোলো হাসপাতাল সংলগ্ন এলাকা বসুন্ধরা ডি ব্লকের রোড-৫ বুয়েট এলাকার একাংশ ইস্কাটনের দিলু রোডের একাংশ উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি সড়ক এলাকা কাজীপাড়ার একটি অংশ সেন্ট্রাল রোডের কিছু অংশ সোয়ারীঘাটের কিছু অংশ মিরপুর-১০-এর ৭ নম্বর রোড পল্টনের কিছু অংশ আশকোনার কিছু অংশ নয়াটোলার একাংশ সেনপাড়ার একটি অংশ মীর হাজিরবাগের একাংশ নন্দীপাড়ার ব্রিজের পাশের এলাকা মিরপুর সেকশন ১১-এর একটি সড়ক লালবাগের খাজে দেওয়ান রোড ধানমন্ডি-৬-এর একটি অংশ মিরপুর-১৩ ডেসকো কোয়ার্টার দক্ষিণ যাত্রাবাড়ীর কুতুবখালী পশ্চিম মানিকনগর নারিন্দার কিছু এলাকা গ্রিন লাইফ হাসপাতাল এলাকা ইসলামপুরের একাংশ এসব এলাকা পুলিশি পাহারায় থাকবে। দিনরাতে কাউকে চলাচল করতে দেওয়া হবে না। এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রাখা হবে।
তথ্যসুত্রঃ ঢাকা মহানগর পুলিশ