রাঙা প্রভাত ডেস্ক:- জামালপুরের মেলান্দহে এক অসাধু ব্যবসায়ীর ব্যবসায়ীর গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩০ বস্তা (দেড় টন) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বেতমারী গ্রামে আব্দুল জব্বার নামে এক ব্যবসায়ীর গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব চাল জব্দ করে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন জানান, চরবানিপাকুরিয়া ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে বেতমারী গ্রামের আব্দুল জব্বার নামে এক চাল ব্যবসায়ীর গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির (৩০ বস্তা) দেড় টন চাল জব্দ করা হয়।