বরিশাল অফিস:- জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলমের মালিকানাধীন ঘর থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারী ১৮৪ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বাদি হয়ে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা।
বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, উদ্ধার করা ১৮৪ বস্তা চাল থানায় নেয়া হয়েছে। এর আগে বুধবার রাতে র্যাব সদস্যরা কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নুরে আলমের মালিকানাধীন একটি ঘরে অভিযান চালিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আত্মসাতকৃত ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন।