বরিশাল অফিস :- বরিশালে নতুন করে নয় বছরের শিশুসহ আরও পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফলে বৃহস্পতিবার রাতে এই তথ্য পাওয়া গেছে। তাদের প্রত্যেকের বাড়ি জেলার বাবুগঞ্জ উপজেলায়।
জেলা প্রশাসক জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই পাঁচ ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এনিয়ে বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুগঞ্জ উপজেলার নতুন পাঁচজনের মধ্যে তিনজন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। গত কয়েকদিন পূর্বে বাবুগঞ্জ উপজেলায় তিনজন, গৌরনদী, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে একজন করে এবং সদর উপজেলার বাসিন্দা ও শেবাচিম হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সসহ মোট ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মুলাদীতে করোনা শনাক্ত হওয়া রোগী কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন। সর্বপ্রথম গত ১২ এপ্রিল এ জেলার মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার দুইজন রোগীর করোনা শনাক্ত হয়।