বরিশাল অফিস :- বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসক (২৫) করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হওয়া দুইজনের মধ্যে একজন অন্যজন পুরুষ রোগী (২৮)। তারা দুইজনেই বরিশাল সদরে বসবাস করেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন।
তিনি জানান, রবিবার রাতে তাদের পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরই জেলা প্রশাসন ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করেছে। এর আগে গত ১৮ এপ্রিল শেবাচিমের আরও দুইজন ইন্টার্ন চিকিৎসক ও একজন মেডিকেল অফিসারের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া দুইজন নার্স এবং দুইজন স্বাস্থ্য কর্মী। নতুন করে আক্রান্ত হওয়া নারী ইন্টার্ন চিকিৎসক করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেছিলেন।