রাঙা প্রভাত ডেস্ক :- করোনাভাইরাসের কারণে জাপানে আটকেপড়া ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান আরো জানান, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকেপড়া কিছু জাপানি নাগরিককে সোমবার (২৭ এপ্রিল) বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে নিয়ে যাওয়া হয়। ফিরতি ফ্লাইটে করে আবার জাপানে আটকেপড়া ৫১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী।
তিনি আরও বলেন, দেশে ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।