নিজস্ব প্রতিবেদক :- আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের জীবনী নিয়ে রচনা লিখবেন অনলাইন নিউজ পোর্টাল ডেইলী রাঙা প্রভাত পত্রিকার প্রধান উপদেষ্টা সাবেক সচিব ও ইতিহাসবিদ আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমেদ।
সামাজিক মাধ্যম তার ফেইসবুকে বৃস্পতিবার সকালে তিনি জানান।
আগরতলা ষড়যন্ত্র মামলায় যারা অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে যারা জীবিত আছেন এবং যারা জীবিত নেই তাদের সন্তান ও পরিবারের ছবি চেয়েছেন তিনি।
উল্লেখ্য, কর্মজীবনে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়্যারম্যান ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় প্রশাসন ও অর্থনীতিতে প্রশিক্ষণ লাভের পাশাপাশি জাতিসংঘ, কমনওয়েলথ, ন্যাম ও সার্ক আয়োজিত নারী ও শিশু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।