রাঙা প্রভাত ডেস্ক :- কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ টহলদল অবরাং এলাকার নাফ নদীর তীরে অবস্থান নেয়। ভোর রাতে ১নং স্লুইচ গেট সংলগ্ন এলাকায় দুইজন ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। তারা টহলদলের উপস্থিতি লক্ষ্য করে দ্রæত কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি ওই এলাকা তল্লাশী করে ফেলে যাওয়া একটি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ৪০ হাজার পিস ইয়াবা একটি মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।
কিন্তু পরে অভিযান চালিয়ে কাউকে আটক করা যায়নি। তবে কারা পাচারকাজে জড়িত ছিল তাদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।