রাঙা প্রভাত ডেস্ক :- প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মতো সংস্থাও নানাভাবে প্রচার করছে।
ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডবিøউইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে থেকে জানা যায়, মোবাইল ফোন যদি করোনাভাইরাসের সংস্পর্শে আসে তবে চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ফোনের মাধ্যমে।
মোবাইল ফোন ছাড়া প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনাভাইরাস কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাই ফোন ভালো করে পরিষ্কার করতে হবে নিয়মিত। সেই সঙ্গে ভালো করে পরিষ্কার করতে হবে হাতও।
সংবাদ সংস্থা এএফপি একটি টুইট করেছে। সংস্থাটি বলেছে এই ভাইরাসটি অনেকটাই সার্স ভাইরাসের কাছাকাছি। মেটাল (ধাতু) উপাদানে ৫ দিন, কাঠে ৪ দিন, পেপারে ৫ দিন, প্লাস্টিকে ৪ দিন এই ভাইরাস বেঁচে থাকতে পারে।